নগ্নতা আমারই অংশ
নগ্নতা তোমারও
তবে তাতে এত উল্লাসের কী!
নিজের ভেতরে একবার তাকাও
শরীর ভেদ করে,
একেবারে অন্তরে
সেথায় তোমার পরনে কাপড় কী!
নগ্নতা আমারই অংশ
নগ্নতা তোমারও
তবে তাতে এত উল্লাসের কী!
নিজের ভেতরে একবার তাকাও
শরীর ভেদ করে,
একেবারে অন্তরে
সেথায় তোমার পরনে কাপড় কী!