নিষিদ্ধ ফল
“সত্য তো সবই। যার যার সত্য তার তার। কিন্তু সেই সত্যের সাথে যেই স্বচ্ছতা, সেটা সবার মাঝে থাকে না। আমরা নিজেরাই আসলে নিজেদের আসল রূপটা দেখতে পারিনা। নিজেরাই নিজেদের নগ্নতা দেখতে পারিনা। শারীরিক নগ্নতা মানুষের সয় না। মানষিক নগ্নতা নিজের সয় না! আদমকে হাওয়া বেহেশতে নিষিদ্ধ ফল খাইয়েছিলেন, তারপরই তারা একে অপরকে নগ্ন আবিষ্কার করিলেন। […]
অভ্যেস
“অভ্যেস এক অদ্ভুত ব্যাপার। কখন যে হয়ে যায়, আর কখন যে চলেও যায়। সমুদ্রে ঘোড়ার মত দৌড়ে আসা ঢেউয়ের সাদা ফেনার মত। তাকিয়ে দেখতে দেখতে মায়া পরে যায়, আর চলে গেলে তেমন মনেও পড়েনা। তবে চলে যেতে দেখতে কষ্ট হয়। মনে হয় আমাকেও নিয়ে যা! কিন্তু যেতে দিতেই হয়। যাওয়া আর হয় না! ”
ক্ষণ
কোন কিছুই কখনোই আর আগের মত হয় না, গত কখনোই বর্তমানে আসতে পারে না যত দ্রুত গতিই থাকুক বর্তমান তার পরিধি অতিক্রম করে আগামীতে যায় না। সময় তার নিজ সময়েই আটকে পরে মুহুর্ত তার নিজ মুহুর্তেই বাঁচে ক্ষণ, এই বিশাল মহাবিশ্বে ক্ষূদ্র এক তারার মত যেটা আমার বর্তমান।
নগ্নতা
নগ্নতা আমারই অংশ নগ্নতা তোমারও তবে তাতে এত উল্লাসের কী! নিজের ভেতরে একবার তাকাও শরীর ভেদ করে, একেবারে অন্তরে সেথায় তোমার পরনে কাপড় কী!
ভালোবাসা
ভালোবাসা শীতল এক রাশ বাতাসের মত, যেই বাতাস সেবন করার জন্য শরীরের সকল অনু-পরমানু অস্থির হয়ে পরে। হৃদয়ের বালবগুলো হা করে থাকে মন ভরে একটু সেই মধুমাখা বাতাসের পরশ নিতে। ভালোবাসা কারো কথা মনে করতেই মাথা থেকে পা অবদি বয়ে যাওয়া এক ঠান্ডা ঢেউ। ভালোবাসা জিহবার উপর আমের মত রসালো কোন ফলের মধু মাখা আলতো […]
Whose body am I holding?
Whose body am I holding? Is it mine? Did I make it? What did I do to earn it? All the organs inside my body, aren’t they all living beings? Like any other living being outside my body, in the universe? From a drop of water or concentrated light in the egg, growing in the […]
তুমি ধর্মহীন হলে কার কি আসে যায়?
তুমি ধর্মহীন হলে, আল্লাহ, ভগবান, যিশু, মুসা কার কি আসে যায়? তুমি স্বরগচ্যুত হলে, পথ হারিয়ে, উদ্ভ্রান্তের মত দ্বারে দ্বারে হোচট খাও। তোমার হৃদয় পাথর হলে, ভালবাসার প্রশান্তি থেকে কে বঞ্চিত হয়? তোমার অন্তর অন্ধ হলে, তার কুদরতের মহিমা দেখেও কার আত্মা বিষাক্ত হয়? তাকে অহংকারি বলো, কিংবা আত্মলোভী; মিলনের সুখ ছেড়ে, কে যন্ত্রণায় কাতরায়?