“সত্য তো সবই। যার যার সত্য তার তার।
কিন্তু সেই সত্যের সাথে যেই স্বচ্ছতা,
সেটা সবার মাঝে থাকে না।
আমরা নিজেরাই আসলে নিজেদের আসল রূপটা দেখতে পারিনা।
নিজেরাই নিজেদের নগ্নতা দেখতে পারিনা।
শারীরিক নগ্নতা মানুষের সয় না।
মানষিক নগ্নতা নিজের সয় না!
আদমকে হাওয়া বেহেশতে নিষিদ্ধ ফল খাইয়েছিলেন,
তারপরই তারা একে অপরকে নগ্ন আবিষ্কার করিলেন।
তাদেরকে বেহেশত থেকে বিতাড়িত করা হল।
মাঝে মাঝে ভাবি সেই নিষিদ্ধ ফলটা আসলে কি দিল?
চেতনা নাকি অবচেতনা?
বেহেশতে এমন কি ছিল যা
এই নগ্নতাকে উপেক্ষা করতে পারে!”